রবিবার | ২৩ নভেম্বর | ২০২৫

ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার: ইমাম-খতীব সম্মেলনে বললেন তারেক রহমান

ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার- এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি সবসময় ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার আছে। ইসলামের মৌলিক বিষয় নিয়ে বিএনপি কখনো আপস করেনি।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আলেমরা সমাজ সংস্কারক। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সব আলেমের সমর্থন চাই।

আলেম-ওলামাদের বাদ রেখে স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইমাম ও খতিবদের উদ্দেশে তিনি আরো বলেন, স্বাধীনতা রক্ষায় আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

জাতীয় এই সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম চরমোনাই পীর, জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও শায়খ আহমাদুল্লাহ প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img