বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

পাক-আফগান সংকটের একমাত্র সমাধান সংলাপ: মাওলানা ফজলুর রহমান

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরোধ সমাধানের একমাত্র পথ সংলাপ বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের একমাত্র টেকসই সমাধান হলো সংলাপ, পারস্পরিক সম্মান এবং রাজনৈতিক সমঝোতা।

পাকিস্তানের ধর্মীয় আলেমদের ‘পাকিস্তানি উম্মাহ ঐক্য’ শীর্ষক এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করার অজুহাত দেখিয়ে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই ন্যায্য নয় এবং তা উল্টো পরিস্থিতিকে আরও জটিল ও ক্ষতিকর করে তোলে।

সীমান্ত পেরিয়ে চালানো অভিযানের যৌক্তিকতা নিয়ে পাকিস্তানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তোলে বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে হামলাকে যেভাবে বৈধতা দেওয়া হচ্ছে, একই যুক্তি কেন পাকিস্তানের ভেতরে ভারতের চালানো হামলার ক্ষেত্রে গ্রহণ করা হয় না? তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

মাওলানা ফজলুর রহমান বলেন, “যদি এই যুক্তিতে কাবুলে হামলাকে বৈধ বলা হয় যে সেখানে আপনাদের শত্রুরা অবস্থান করছে, তাহলে ভারত যখন পাকিস্তানের ভেতরে নিজেদের শত্রুদের লক্ষ্য করে হামলা চালায়, তখন সেই যুক্তি কেন অগ্রহণযোগ্য হয়ে যায়?”

তিনি সতর্ক করে বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কোনো দেশেরই স্বার্থে নয়। বরং এই উত্তেজনা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তোলার ঝুঁকি তৈরি করছে।

সংঘাতের পরিবর্তে সংলাপ ও রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img