বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

পুরো মধ্যপ্রাচ্যের হুথিরা একযোগে হামলা চালাতে পারে বলে শঙ্কা ইসরাইলের

শুধু ইয়েমেন নয়, বরং সিরিয়া ও ইরাক সহ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা হুথিরা একযোগে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পুরো মধ্যপ্রাচ্যের হুথিরা একযোগে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরাইল।

সেনাবাহিনীর বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করে ইসরাইলী সংবাদমাধ্যমগুলো।

ইসরাইলী সেনাবাহিনী জানায়, ইরান ইয়েমেনে হুথি নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। তাদের অস্ত্র, তেল ও কাঁচামাল সরবরাহের পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও বিভিন্ন ধরণের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে। দেশটি যে কোনো মুহুর্তে পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা হুথিদের ব্যবহার করে ইসরাইলের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনীর পক্ষ থেকে এই আশঙ্কাও প্রকাশ করা হয়েছে যে, ইসরাইলের শহর ও জনপদগুলোকে ধ্বংসস্তুপে পরিণত করতে ইরান তার মিত্রদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, এমনকি স্থল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করার জন্যও নির্দেশ দিতে পারে।

ইসরাইলী সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়, এই হুমকির জবাবে ইসরাইলী সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। আগাম সতর্কতা ব্যবস্থা হালনাগাদ করছে। দেশজুড়ে আগ্রাসী স্থল ও নৌ প্রতিক্রিয়া মোকাবিলার লক্ষ্যে সেনা কমান্ডগুলোর মাঝে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিচালনা করছে।

এছাড়াও জানানো হয় যে, ইসরাইলি সেনাবাহিনীর ধারণা করছে, গাজ্জা উপত্যকায় যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে হুথিরাও ইসরাইলের উপর পুরো দমে হামলা শুরু করতে পারে। এজন্য সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষত, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা সম্প্রসারণের মাধ্যমে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img