বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধসহ প্রয়োজনীয় পণ্য দ্রুত, নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে পৌঁছানোর লক্ষ্যে দেশ দুটির মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চালুর বিষয় আলোচনা হয়েছে। বাংলাদেশ সফররত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ ও স্বাস্থ্যপণ্য নিয়ন্ত্রণের মহাপরিচালক হাফেজ ডাক্তার নাঈমুল্লাহ আইয়ুবীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে ওষুধ শিল্প খাতের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের ওষুধ শিল্প সমিতির মহাসচিব ডাক্তার মুহাম্মদ জাকির হোসেনসহ ওষুধ শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ ওষুধ উৎপাদন, নিয়ন্ত্রণ, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করে। একই সঙ্গে ওষুধ খাতে বাণিজ্য যেন আইনগত, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালিত হয়, সে বিষয়ে জোর দেওয়া হয়। আলোচনায় ওষুধ ও স্বাস্থ্যপণ্যের নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় মানদণ্ড অনুযায়ী সম্পন্ন করা এবং তা দ্রুততর করার বিষয়ও উঠে আসে।
কার্গো ফ্লাইটের প্রসঙ্গে বৈঠকের আলোচনায় বলা হয়, কাবুল ও ঢাকার মধ্যে নিয়মিত কার্গো ফ্লাইট চালু হলে ওষুধসহ জরুরি পণ্য পরিবহন দ্রুত হবে, পরিবহন সময় কমবে এবং সরবরাহ শৃঙ্খলা স্থিতিশীল থাকবে। বিশেষ করে উচ্চমানের ওষুধ রপ্তানির ক্ষেত্রে সময়মতো ডেলিভারি নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে পণ্য পরিবহনে বিলম্ব কমলে ব্যবসায়ীদের আর্থিক ঝুঁকিও কমতে পারে বলে আলোচনায় উল্লেখ করা হয়।
কার্গো ফ্লাইট আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও বৈঠকে উঠে আসে। আফগান পক্ষ বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের আফগানিস্তানে বিনিয়োগের আমন্ত্রণ জানায়। তারা আফগান বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে অথবা এককভাবেও ওষুধ উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানায়। পাশাপাশি বাংলাদেশ থেকে আফগানিস্তানে উচ্চমানের ওষুধ রপ্তানির বিষয়েও আলোচনা হয়।
আফগান প্রতিনিধিদল প্রস্তাব দেয়, ভবিষ্যতে আফগানিস্তানে রপ্তানি হওয়া ওষুধের মূল্যলেবেলে দাম আফগান মুদ্রা আফগানিতে লেখা হোক এবং আফগানির বিনিময় হার উল্লেখ করা হোক, যাতে রপ্তানিকারক এবং সাধারণ আফগান জনগণ উভয়ের জন্য বিষয়টি সুবিধাজনক হয়। তারা আরও জানায়, যেসব ওষুধের ব্যবহারযোগ্য মেয়াদ কম সময় বাকি থাকে, সেগুলো আফগানিস্তানে রপ্তানি করা উচিত নয়। পাশাপাশি ব্যবসায়ীদের সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার প্রস্তাবও দেওয়া হয়, যাতে লেনদেন সহজ হয় এবং বাণিজ্য গতি পায়।
অন্যদিকে বাংলাদেশের ওষুধ শিল্প সমিতির কর্মকর্তারা অঙ্গীকার করেন, তারা আফগানিস্তানে মানসম্মত ওষুধ যুক্তিসঙ্গত এবং কম দামে রপ্তানি করবেন। আলোচনায় বলা হয়, কাবুল-ঢাকা কার্গো ফ্লাইট চালু হলে এই রপ্তানি ধারাবাহিকভাবে বজায় রাখা সহজ হবে এবং সরবরাহ আরও দ্রুত করা যাবে।
সফরের ধারাবাহিকতায় হাফিজ ডাক্তার নাঈমুল্লাহ আইয়ুবী বাংলাদেশের ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মহাপরিচালক ডাক্তার শামীম হায়দারের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে ওষুধ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে কারিগরি আলোচনা হয়। আলোচনায় আফগান কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, ওষুধ খাতের বিশেষজ্ঞদের বাংলাদেশ সফর, উৎপাদনকারী কারখানা পরিদর্শন, এবং ভালো মানের ও কম দামে ওষুধ রপ্তানির বিষয়গুলো উঠে আসে। একই সঙ্গে ওষুধ ও স্বাস্থ্যপণ্যের নিয়ন্ত্রণ ও নিবন্ধন প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে আলোচনা হয়। জানানো হয়েছে, কারিগরি ধাপ সম্পন্ন হওয়ার পর এসব বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও রয়েছে।
এদিকে ঢাকায় সফররত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা আহমাদুল্লাহ জাহেদ বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনকারী কারখানা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রেনাটা পিএলসি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাংলাদেশের ওষুধ শিল্পকারকদের আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, ইমারাতে ইসলামিয়া শিল্প ও উৎপাদনকে সমর্থন করে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা প্রস্তুত রয়েছে। এ সময় হাফিজ ডাক্তার নাঈমুল্লাহ আইয়ুবী জানান, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর আইন অনুযায়ী বাংলাদেশি শিল্পকারকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
পরিদর্শনে আফগান ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। সফরের সময় তারা বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানির বিষয়ে ঐকমত্যে পৌঁছান বলেও জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কাবুল ও ঢাকার মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চালু হলে ওষুধসহ গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন দ্রুত হবে, বাজারে সরবরাহ স্থিতিশীল থাকবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে স্বাস্থ্যখাতে সহযোগিতা সম্প্রসারণ, ওষুধের মান নিশ্চিতকরণ এবং বিনিয়োগের সুযোগ তৈরির উদ্যোগও বাস্তব রূপ পেতে পারে।
সূত্র : হুরিয়াত রেডিও, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়, আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়











