এবার সামরিক মহড়ার অংশ হিসেবে আরও চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, শত্রু দেশের পারমাণবিক আক্রমণ প্রতিহত করতে ক্ষমতা যাচাইয়ে পরীক্ষাটি করা হয়েছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া ওয়াশিংটন ডিসিতে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছে। এর মধ্যেই নিজেদের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।