বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন না হওয়া পর্যন্ত বিশ্রাম নেই : এরদোগান

তুরস্কের কাহরামানমারাস প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে রমজানের প্রথম দিনটি কাটিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

এসময় তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন ও পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত বিশ্রাম বা বিরতি নেই।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভূমিকম্প-বিধ্বস্ত ওই প্রদেশে ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট।

কারাকাসু জেলার কনটেইনার কমপ্লেক্সে বসবাসকারী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে এরদোগান বলেন, ভুলে যাবেন না-যে কোনো জিনিস ভাগ করে নেওয়ার মাধ্যমে অনেক সুখ আছে। এই বোঝাপড়ার সঙ্গে আমরা রমজানকে ভূমিকম্পকবলিত এলাকার জন্য একটি সংহতি প্রচারে পরিণত করতে চাই।

তিনি বলেন, সারা দেশের পৌরসভাগুলো তাদের রমজানের কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রেসিডেন্ট দেশটির দক্ষিণাঞ্চলে গত মাসে ব্যাপক ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষতি মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ