রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিলেন মাহমুদ আব্বাস

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলম হামাসকে তাদের হাতে থাকা সমস্ত জিম্মিাদের মক্তি ও অস্ত্র ফেলে দেওয়ার দাবি জানিছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় তিনি হামাসকে কুকুরের বাচ্চা বলে গালি দেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুয়ায়ী, বুধবার মাহমুদ আব্বাস সরকারের সেন্ট্রাল কাউন্সিলের বৈঠকে টিভিতে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি হামাসকে গালি দিয়ে বলেন, কুকুরের বাচ্চারা জিম্মিদের মুক্তি দাও।

আব্বাস বলেন, যুদ্ধ বন্ধ হতে হবে। এই যুদ্ধে প্রতিদিন শত শত মানুষ মরছে। কারণ, হামাস এখনও জিম্মিদের হস্তান্তর করেনি। জিম্মিদেরকে ছেড়ে দিয়ে এই যুদ্ধ খতম করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, হামাসকে গাজ্জার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং তাদের অস্ত্র ফিলিস্তিনি সরকারের কাছে সমর্পণ করতে হবে।

হামাসকে একটি রাজনৈতিক দলে পরিণত হওয়ার ডাক দিয়ে তিনি বলেন, আমেরিকানদের পরিবর্তে আমাদের সঙ্গে কথা বলুন।

এদিকে হামাস আব্বাসের বক্তব্যকে নিজ জনগণের জন্যই অবমাননাকর ভাষা বলে নিন্দা করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img