ঢাকা উত্তর সিটি মেয়র মুহাম্মাদ আতিকুল ইসলাম বলেছেন, মানবিক দায়িত্ববোধ থেকেই সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকতে চাই।
সোমবার (২৩ আগস্ট) ডিএনসিসির ১৬ নম্বর ওয়ার্ডে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আতিক বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবেই আজ কর্মহীন, গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল এবং লবন সম্বলিত ১ হাজার প্যাকেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকেও জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।
আতিক আরও বলেন, নৈতিক দায়িত্ববোধ থেকেই সমাজের বিত্তবানদেরকে বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ তাই আমাদের প্রত্যেককে সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।