শনিবার | ১২ জুলাই | ২০২৫

ভাসানচরে দুই ভাইসহ পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শরনার্থী শিশুর মৃত্যু

spot_imgspot_img

নোয়াখালীর ভাসানচরে খেলতে গিয়ে পানিতে পড়ে তিন রোহিঙ্গা শরনার্থী শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর চেয়ারম্যান দীঘি এলাকার লেকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টারের দলিলুর রহমানের দুই ছেলে আনিসুর রহমান আনাস (৬), জামাল হোসেন (৯) এবং একই ক্লাস্টারের আবদুস সবুরের মেয়ে মোছাস্মত হাফসা (৫)।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে চার শিশু ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টার থেকে খেলতে বের হয়। তারা খেলতে গিয়ে চেয়ারম্যানের দীঘির লেকের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img