বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা; বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিএসএফের অভিযোগ, শনিবার সন্ধ্যায় ওই পুলিশ কর্মকর্তা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন। পরে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। চলমান তদন্তের কারণে এখনো তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

ওই বাংলাদেশি কর্মকর্তাকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয়। সীমান্তে নিয়মিত টহলে থাকা বিএসএফ সদস্যরা সন্দেহজনক গতিবিধি দেখতে পান এবং তাকে আটক করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘তাকে তল্লাশি করে পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তা থেকেই প্রমাণিত হয় যে সেই ব্যক্তি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা।’

এই অনুপ্রবেশের চেষ্টার পিছনের উদ্দেশ্য খুঁজে বের করতে তাকে জেরা করছে পুলিশ।

ভারতীয় ভূখণ্ডে তার প্রবেশের কারণ এবং তিনি স্বাধীনভাবে না অন্য কোনো নেটওয়ার্কের পক্ষে কাজ করছিলেন তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয় নিয়ে কোনো মন্তব্য আসেনি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img