বুধবার | ২৪ সেপ্টেম্বর | ২০২৫

হত্যা মামলার আসামি যুবলীগ নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিলো পুলিশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি যুবলীগ নেতা মাহামুদ আলমকে গ্রেপ্তারের পর মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত ১৮ সেপ্টেম্বর তাকে মিরপুর ১২ নম্বর ডি ব্লক রাজুর হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহামুদ আলম পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী ও একই ওয়ার্ডের যুবলীগের সম্পাদক প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে মিরপুর ১০ নম্বরে অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ২০২৫ সালের ১২ মে মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় শেখ হাসিনাকে ১ নম্বর আসামি ও মাহমুদ আলমকে ৬৭ নম্বর আসামি করা হয়েছে। মামলার বাদী মো. নাজমুস সালাম। এ ব্যাপারে পুলিশ রহস্যজনক আচরণ করছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি আসামিকে (মাহমুদ) আটকের কথা স্বীকার করেন। পরে আসামিকে কোন মামলায় চালান দেওয়া হয়েছে জানতে চাইলে ওসি অসুস্থতার কারণ দেখিয়ে ডিউটি অফিসারকে ফোন দিতে বলেন।

পল্লবী থানার ওসি (তদন্ত) আবুল কাইয়ুমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি থানার বাইরে আছি। জেনে আপনাকে জানাব।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img