বুধবার | ২৪ সেপ্টেম্বর | ২০২৫

সৌদি আরবের প্রধান মুফতী হলেন শায়খ সালেহ বিন হুমাইদ

সৌদি আরবের নতুন প্রধান মুফতী হিসেবে প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদকে নিয়োগ দেওয়া হয়েছে।

মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

দ্য নিউ আরবের প্রতিবেদন অনুযায়ী, পূর্ববর্তী প্রধান মুফতী ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পরই এই গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব প্রদান করা হয়।

প্রধান মুফতী হিসেবে নিয়োগলাভের পূর্বে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, যিনি একাধারে বিচারক, শিক্ষাবিদ, ও ইসলামি চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত।

সালেহ হুমাইদ ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরা (সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ) এর সদস্য এবং ফেব্রুয়ারী ২০০২ থেকে ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত মজলিস আল শুরার স্পিকার।

এছাড়াও, তিনি বর্তমানে মক্কার মসজিদ আল-হারামের ইমাম। তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সদস্য, জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার থেকে ২০১৬ সালের সার্ভিস টু ইসলাম পুরস্কার জিতেছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img