বর্তমান অন্তর্বর্তী সরকার অন্যায়ের জনক দাবি করে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত উপজেলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোস্তাফিজার রহমান মোস্তফা।
মোস্তফা বলেন, ‘প্রধান উপদেষ্টা (দায়িত্বে) এসেই বললেন যে, ওনার নিয়োগকর্তা ছাত্ররা। উনি এ কথা বলার মধ্যেই তো পক্ষপাতিত্ব করলেন। শুধু কি ছাত্রদের আন্দোলনে এই অভ্যুত্থান হয়েছে? অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ ছিল। অভ্যুত্থানে জাতীয় পার্টির নেতাকর্মীরা সম্মুখসারিতে ছিলেন। রংপুরে আমাদের দলের দুই নেতাকর্মী শহীদ হয়েছেন। অসংখ্য নেতাকর্মী জেলে গিয়েছিলেন।’
অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু করেছে দাবি করে জাপার এই নেতা বলেন, ‘আমাদের সংলাপে ডাকে না, সমাবেশ করতে দিচ্ছে না। যারা শেখ হাসিনার চিহ্নিত দালাল, যারা শেখ হাসিনার ছবি পোস্টারে লাগিয়ে রাজনীতি করেছে, তাদেরকে দিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করাচ্ছে। লাঙ্গল প্রতীক নিয়ে টালবাহানা করা হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।’
অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মোস্তফা বলেন, ‘দুই ছাত্র উপদেষ্টাকে পরিষদে রেখে তাদের অধীনে নির্বাচন হলে তা অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে জনগণ অন্তর্বর্তী সরকারকে টেনেহিঁচড়ে চেয়ারসহ বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে।’
মোস্তফা আরও বলেন, “জাতীয় পার্টি একসময় আন্দোলন করেছিল ‘নো এরশাদ, নো ইলেকশন’। জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।”









