বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় স্পষ্ট যুদ্ধাপরাধ করছে ইসরাইল : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গাজ্জার বিদ্যুৎ, পানি, জ্বালানি, ওষুধ ও খাবার সরবরাহ বিচ্ছিন্ন করে স্পষ্ট যুদ্ধাপরাধ করছে ইসরাইল।

শুক্রবার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সম্মেলনে ভিডিও লিঙ্কে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

এরদোগান বলেন, গাজ্জায় যে মানবিক বিপর্যয় ঘটেছে তা বিশ্বের কাছ থেকে আড়াল করতে চাইছে ইসরাইল। ৭ অক্টোবর থেকে ইসরাইলের ছড়ানো শতাধিক মিথ্যাচার শনাক্ত করেছে তুরস্ক। ৭ অক্টোবর থেকে গাজ্জায় বড় ধরনের নৃশংসতা ও হত্যাযজ্ঞ চলছে। এতে সব ধরনের মানবিক মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে।

এরদোগান আরও বলেন, বাকি বিশ্বে গাজ্জার নিপীড়িত মানুষদের কথা তুলে ধরা বন্ধ করতে ইসরাইলি প্রচেষ্টা প্রতিহত করার চেষ্টা করছে তুরস্ক। ইসরাইল সুনির্দিষ্টভাবে সাংবাদিকদের হত্যা করছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই গাজ্জায় কী ঘটছে তা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছেন সাংবাদিকরা। ইসরাইলি হামলায় ৬০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্বে থাকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ প্রক্রিয়ায় একেবারে অচল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ