রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি ও সম্পাদকসহ ৭ জন বহিষ্কার

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব, নাঈমসহ সাতজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া অসাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সংগঠনটির বিভিন্ন সংসদের বেশ কয়েকজন নেতাকে সতর্কও করা হয়েছে। গতকাল বুধবার ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের চতুর্থ কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গঠনতন্ত্রের ৫৬ (ক) ধারা অনুসারে ছয় মাসের জন্য বহিষ্কার হওয়া অন্যদের মধ্যে আছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সম্পা দাস, সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু, ঢাকা মহানগর সংসদের সভাপতি তাসিন মল্লিক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদ প্রমুখ।

একই সভায় গঠনতন্ত্র লঙ্ঘনের দায়ে ঢাকা মহানগর এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img