রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

সীমান্তে বিবাদ এড়াতে ভারত-পাকিস্তান ঐকমত্য

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি বলেন, গত তিনবছরে ভারত-পাকিস্তান সীমান্তে ১০ হাজার ৭৫২টি অস্ত্রবিরতি ভঙ্গের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমক্ষে ৭২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৭০ জন বেসামরিক জনগণ নিহত হয়েছে। তাই এবার ‘লাইন অব কন্ট্রোল’ এবং অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায় গোলাগুলি বন্ধের ব্যাপারে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এই চুক্তি কঠোরভাবে মেনে চলা হবে বলেও দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ‍ফেব্রুয়ারি) একটি যৌথ বিবৃতিতে এমনটি জানানো হয়।

জানা গেছে, ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনাল প্রধানরা (ডিজিএমও) টেলিফোনে কথা বলেছেন। এরপর বুধবার মধ্যরাত থেকেই এই অস্ত্রবিরতি শুরু হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img