গত ৭ ফেব্রুয়ারি উদ্ধার অভিযানে যোগ দেওয়ার জন্য ভূমিকম্প বিধ্বস্ত তুরষ্কে পৌঁছেছিল পাকিস্তানের একটি উদ্ধারকারী দল। তুরষ্কের আদিমান অঞ্চলে ১৭ দিনের উদ্ধার অভিযান পরিচালনার পর গত ২৪ ফেব্রুয়ারি এ দলটি পাকিস্তানে ফেরে।
বিদায়কালে ইস্তাম্বুল বিমানবন্দরে পাকিস্তানী উদ্ধারকারীদের আন্তরিকতার সাথে ধন্যবাদ জানায় তুরষ্কের জনগন।
নিরলস প্রচেষ্টার মাধ্যমে বহু মূল্যবান প্রাণ উদ্ধার করতে সক্ষম হওয়া এ দলটিকে বিদায় দেওয়ার জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ইস্তাম্বুল বিমানবন্দরে। অনুষ্ঠানে ইস্তাম্বুলের সহকারী গভর্নর ওজেলেম বোজকুর্ট গেভরেক, তুরস্কে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ড. ইউসুফ জুনাইদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী গভর্নর বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়ানোয় পাকিস্তানী উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্যে পাকিস্তানের রাষ্ট্রদূত ড. ইউসুফ জুনাইদ বলেন, “পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক হলো, দুটি একটি প্রাণের মতো। ভয়াবহ এ ভূমিকম্পের পর পাকিস্তানের জনগণ তুর্কি ভাইদের মতো একই ব্যথা ও যন্ত্রণা অনুভব করেছে।”
তিনি আরো বলেন, ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালনে পাকিস্তানের সহায়তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য; গত ৭ ফেব্রুয়ারি ভয়াবহ এ ভূমিকম্পে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার। যার মধ্যে তুরস্কে নিহতের সংখ্যা ৪৪ হাজার ২১৮ জন ও সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন।
সূত্র: ডিপি











