মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

ডুরান্ড লাইন সীমান্ত রেখা তৈরির সময় পাকিস্তানের কোন অস্তিত্বই ছিল না : আফগান ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

সাম্প্রতিক সময়ে ডুরান্ড লাইন নামক সীমান্ত রেখা নিয়ে কূটনৈতিক দ্বন্দে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের দাবি, উভয় দেশের মধ্যে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সীমান্তরেখা। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস স্তনিকজাই বলেছেন, “ডুরান্ড লাইন সীমান্ত রেখা তৈরির সময় বিশ্বের মানচিত্রে পাকিস্তান নামক কোন দেশের অস্তিত্বই ছিল না।”

তিনি আরো বলেন, “ডুরান্ড লাইন একটি কল্পিত সীমান্ত রেখা। এই ইস্যুতে পাকিস্তানের নাম গন্ধও নেই। এই ইস্যুটি তৎকালীন ব্রিটিশদের সাথে জড়িত। সেই সময়ে আফগান শাসক আবদুর রহমান খানের সাথে একটি চুক্তির অংশ হিসেবে এই সীমান্ত অঙ্কন করা হয়েছিল। এ বিষয়ে পাকিস্তানের কর্মকর্তারা যা বলছে তা অগ্রহণযোগ্য। কারণ এটি তাদের সাথে সম্পর্কিত কোন বিষয় নয়।”

স্তনিকজাই বলেন, ডুরান্ড লাইন সীমান্ত রেখা তৈরির আরো ৫০ বছর পর পাকিস্তান নামক দেশটির সৃষ্টি হয়।

এর আগে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার কাকার আফগানিস্তানের তোলো নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বলেন, “ডুরান্ড লাইন হল আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ‘সীমান্ত।”

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img