বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

‘ঈদের আনন্দ যেন কারও কাছে অধরা না থাকে’

২৭ রমজানের আগেই গণমাধ্যম, তৈরি-পোশাক ও বেসরকারি খাতের কর্মীদের বেতন-বোনাসসহ বকেয়া সব পাওনা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, ঈদের আনন্দ যেন কারও কাছে অধরা না থাকে।

আজ রোববার (২৫ এপ্রিল) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর কাউন্সিল হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান জিএম কাদের।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমরা জানতে পেরেছি, অনেকগুলো গণমাধ্যমে বেশ কয়েক মাসের বেতন বকেয়া আছে। সেখানে কর্মরত সাংবাদিক ও স্টাফরা পরিবার-পরিজন নিয়ে সীমাহীন দুঃখ-কষ্টে আছেন।

জিএম কাদের আরও বলেন, তৈরি পোশাক খাতের লাখ লাখ শ্রমিক ঈদে নাড়ির টানে বাড়ি ফেরেন। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেকড়ের টানে ছুটে যান। তাই, গার্মেন্টস শ্রমিক ও বেসরকারি সব খাতে কর্মরতদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা জরুরি হয়ে পড়েছে।

জাতীয় পার্টির এ নেতা বলেন, দেশের রপ্তানি আয় সচল রাখেন যে শ্রমিকেরা, তাঁরাই সবচেয়ে কম বেতনে চাকরি করেন। অথচ পোশাকশিল্প মালিকেরা দরিদ্র শ্রমিকদের বেতন বকেয়া রাখেন। তাই, ২৭ রমজানের আগেই সবার পাওনা পরিশোধ করতে অনুরোধ জানান তিনি।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বেতন বকেয়া হওয়ার কারণে বেসরকারি খাতের কর্মীরা অনেকে বাসা ভাড়া দিতে পারছেন না। পরিবারের প্রয়োজনীয় চিকিৎসা ও অষুধের বন্দোবস্ত হচ্ছে না। অনেকেই সন্তানদের স্কুল-কলেজের বেতন বা কোচিং ফি দিতে পারছেন না। এমন বাস্তবতায় ঈদ আমাদের সামনে হাজির।

জিএম কাদের আরও বলেন, দেশের মানুষ সীমাহীন অর্থনৈতিক কষ্টে আছে। আর একদল মানুষ টাকা রাখার জায়গা পাচ্ছে না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সরকার তাদের তালিকা প্রকাশ করছে না। মনে হচ্ছে, সরকার পাচারকারীদের সহায়তা করছে। মানুষের মধ্যে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে। অথচ বৈষম্যের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে।

তিনি বলেন, যারা মানুষের কষ্টে চুপ করে থাকে, তাদের দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার দরকার নেই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ