শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

কর্মীরা পলিয়ে বেড়াচ্ছে আর নেতারা বাসায় ঘুমাচ্ছে: ছাত্রলীগ নেতা

কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে আর আওয়ামী লীগের নেতার বাসায় ঘুমাচ্ছে বলে মন্তব্য নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল।

তিনি বলেন, ছাত্রলীগের ছোট ছোট নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে আর আওয়ামী লীগের বড় নেতারা বাসায় ঘুমাচ্ছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক লাইভে মেহেদী বলেন, বড় বড় আওয়ামী লীগ নেতা যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, তারা শহরে ঘুরছেন এবং বাড়িতে ঘুমাচ্ছেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, বাড়িঘরে হামলা-ভাঙচুর নেই। যত হামলা-ভাঙচুর ও মামলার আসামি ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমিসহ ছাত্রলীগের অনেক নেতাকর্মী কোনো টাকা-পয়সা ইনকাম করতে পারেনি, উলটো খরচ হয়েছে। ৫ আগস্টের পরে কেউ খোঁজ-খবরও রাখছেন না।

আওয়মী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে যারা পরিচালনা করেছেন, সেই সব নেতারাও পটুয়াখালী শহরের বাসা ও ঢাকার ফ্লাটে বসবাস করছেন। অথচ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ ও আমার বাসায় একাধিকবার হামলা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিকলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতার বাড়িতে কোনো ধরনের হামলা-ভাঙচুর করা হয়নি। অথচ ৫ আগস্টের আগে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো রকম ক্ষতি করিনি, তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল।

মেহেদী হাসান বাদল পটুয়াখালী জেলা শহরের ৭নং ওয়ার্ডের পিডিএস মাঠ এলাকার বাসিন্দা। ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img