সোমবার | ৩ নভেম্বর | ২০২৫

আরব আমিরাতে প্রথমবারের মতো শনাক্ত হলো মাঙ্কিপক্স

আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) আরব আমিরাত, ইউরোপের চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়াতে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২১টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হলো। এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, একজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি পশ্চিম আফ্রিকা ভ্রমণে গিয়েছিলেন। আক্রান্ত ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেকোনও প্রাদুর্ভাব মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি আছে। রোগটি শনাক্ত করতে আগাম নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

আফ্রিকার বাইরে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত ও সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৩৭।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img