গতকাল শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (২৫ মে) আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আজ সন্ধ্যা পৌনে ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইসলামী আন্দোলনের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা অংশ নেবেন এই বৈঠকে।