তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শা’রা আল জুলানীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নিয়েছেন। পাশাপাশি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং তুর্কি এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের প্রতিনিধিদলের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরাও ছিলেন।
এর আগে তুরস্কের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছিল, এমআইটি প্রধান ইব্রাহিম কালিন এবং শারা এই সপ্তাহে সিরিয়ায় সিরিয়ার কুর্দিশ ওয়াইপিজি গোষ্ঠীর অস্ত্র ত্যাগ এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনীতে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারি করার একদিন পরই জুলানীর এই সফর অনুষ্ঠিত হলো।