বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

এখন পর্যন্ত ত্রাণ আনতে যাওয়া ৪১০ এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

এখন পর্যন্ত গাজ্জায় ত্রাণ আনতে যাওয়া ৪১০ এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউজ ডট ইউএন ডট ওআরজি।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র থামিন আল-কেতান বলেন, এই বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে বিশৃঙ্খলা, হতাহতের ঘটনা এবং গুলিবর্ষণ প্রায় নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে, কারণ দুর্ভিক্ষপীড়িত গাজ্জাবাসী খাদ্য পাওয়ার জন্য সেখানে ভিড় করছেন।

তিনি বলেন, ইসরাইলের সামরিকীকৃত মানবিক সহায়তা কাঠামো আন্তর্জাতিক সহায়তা বিতরণের মানদণ্ডের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বেসামরিক জনগণের খাদ্য ও জরুরি সহায়তার মতো মৌলিক অধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং তাদের জীবনরক্ষাকারী সেবায় প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।

তিনি আরও বলেন, এই বেসরকারি সহায়তা কেন্দ্রগুলোর আশেপাশে নিহতদের কেউ কেউ ইসরাইলি গোলাবর্ষণে নিহত হয়েছেন, কেউ আবার গুলিবিদ্ধ হয়েছেন। এই কেন্দ্রগুলো বেসামরিক নাগরিকদের জীবন হুমকির মুখে ফেলেছে এবং গাজ্জার ভয়াবহ মানবিক সংকট আরও গভীর করেছে।

গাজ্জার জরুরি পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা জানায়, সেখানে প্রতিদিন বিভিন্ন বয়সের বহু মানুষ নিহত ও আহত হচ্ছেন। বৃহৎ পরিসরের মানবিক সহায়তা কার্যক্রম চালু না হওয়ায় যারা এখনও বেঁচে আছেন, তাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img