বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

তুরস্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আফগান ইমারাত সরকার

তুরস্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার সরকার।

বুধবার (২৫ জুন) আল ইমারাহ-র খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, তুরস্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আফগান ইমারাতে ইসলামিয়ার সরকার। পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী শেখ সানাউল্লাহ ফারাহমান্দকে আঙ্কারায় ইমারাত সরকার নিযুক্ত নতুন রাষ্ট্রদূত হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

এই উপলক্ষে আঙ্কারার আফগান দূতাবাস প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আফগান ইমারাত সরকারের প্রতিনিধিদলের পাশাপাশি তুরস্কে বসবাসকারী আফগান সম্প্রদায়ের নেতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আমির খান মুত্তাকী বলেন, আঙ্কারায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ আফগানিস্তান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। এই দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে, যা আরো জোরদার করার জন্য যৌথ প্রচেষ্টা প্রয়োজন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img