বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

নিত্যনতুন পদক্ষেপের মাধ্যমে দেশের অর্জনের পাল্লা আরও ভারী করতে চান এরদোগান

নিত্যনতুন পদক্ষেপ নিয়ে দেশের অর্জনের পাল্লা আরো ভারী করতে চান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

সোমবার (২৪ জুলাই) লুজান চুক্তির শতবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

এরদোগান বলেন, আজ ঐতিহাসিক লুজান শান্তি চুক্তি সাক্ষরের শততম বার্ষিকী। এই চুক্তি আমাদের ইতিহাসের অন্যতম পালাবদল ঘটিয়েছে। আলোচনা ও সাক্ষর প্রক্রিয়া চলাকালীন আমাদের জাতি পূর্ণ স্বাধীনতা অর্জনের দৃঢ় সংকল্প করেছিলো। অনিশ্চয়তা ও অর্থনৈতিক অক্ষমতা সত্ত্বেও তাদের দৃঢ় সংকল্প স্বাধীনতা যুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গিয়েছিলো। এটি আমাদের অনুপ্রাণিত করে। বার্তা দেয় কঠিন সংগ্রামের মুখোমুখি হয়েও লক্ষ্য পানে এগিয়ে যেতে দৃঢ় সংকল্পের।

এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তুরস্ক তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে উল্লেখ করে তিনি বলেন, লুজান চুক্তির মাধ্যমে যতটুকু অধিকার পাওয়া গিয়েছে তা আমরা দৃঢ়ভাবে রক্ষা করবো। বরং নিত্যনতুন পদক্ষেপে দেশের অর্জনকে আরো জোরদার করবো।

এসময় তিনি আধুনিক তুরস্কের জনক খ্যাত প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক, যুদ্ধে শহীদ হওয়া কমান্ডার,সেনা সদস্য ও সাধারণ নাগরিকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ