রবিবার | ২৩ নভেম্বর | ২০২৫

ফেনী সীমান্তে আবারও বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আফছার নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত পৌর এলাকার বাসপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফছার সীমান্তের তারকাটার কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করেন।

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফেনীর পরশুরামের পৌর এলাকার বাসপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে আফসার ও মিল্লাত নামের দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পথেই মিল্লাতের মৃত্যু হয় বলে শুনেছি। তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

তবে মিল্লাত ও আফসারের পরিবার বলেন, তারা মাছ ধরতে মধ্যরাতে বাসপদুয়া সীমান্ত এলাকায় গিয়েছিল।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img