শনিবার | ১২ জুলাই | ২০২৫

তালেবান ক্ষমতায় আসায় ব্যবসায়িক কার্যকলাপ ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তানের ওপর শরণার্থীদের কোনো বোঝা নেই। ব্যবসায়িক কার্যকলাপ ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার (২৫ আগস্ট) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমেরিকার সঙ্গে মিত্রতার জন্য ইসলামাবাদকে চরম মূল্য দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান আফগানিস্তানে শান্তি চায়, কারণ এটি সমগ্র অঞ্চলের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আফগানিস্তানের সঙ্গে সব বাণিজ্যিক রুট চালু আছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না। ভারত পরাজয়ের মুখোমুখি হয়েছে এবং আফগানিস্তানে তার পরাজয়ের জন্য শোক প্রকাশ করছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img