শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

তায়েফে উমরাহ’র যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা; ২ ওমানী নিহত

তায়েফে মক্কাগামি এক উমরাহ’র বাসে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বাসটি ওমান থেকে আগত উমরাহ’র যাত্রী বহন করছিল।

বুধবার (২৪ আগস্ট) রিয়াদ-তায়েফ হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি রেড ক্রিসেন্ট সংস্থা জানায়, তায়েফ সংলগ্ন নাসায়েফ ব্রিজের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। ১১ টি জরুরি টীম তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ২ জনের মৃত্যু হয় এবং ১৮ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রিয়াদে অবস্থিত সালতানাতে ওমানের দূতাবাস জানায়, ঘটনা পর্যবেক্ষণে রয়েছে। জেদ্দার কনস্যুলেট জেনারেলকে আহতদের দেখাশোনা করতে আদেশ দেওয়া হয়েছে। আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সৌদি প্রশাসনকে জোর দেওয়া হয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img