সোমবার | ১০ নভেম্বর | ২০২৫

পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশনে বসেছেন নিহত রায়হানের মা

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার বিচার চেয়ে অনশনে বসেছেন তাঁর মা সালমা বেগমসহ রায়হানের স্বজনরা।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনেই তারা অনশনে বসেন।

মাথায় কাফনের কাপর বেঁধে নারী-পুরুষ সকলে এ অনশন কর্মসূচিতে অংশ নেন।

রায়হান হত্যার মূল অভিযুক্ত সদ্য বহিস্কৃত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ সকল আসামিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ অনশন অব্যাহত থাকবে বলে জানান রায়হানের মা সালমা বেগম।

গত ১১ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যু হয়। এঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করার পর ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ নেই মূল অভিযুক্ত সদ্য বহিষ্কৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়ার।

যদিও এ ঘটনায় টিটু চন্দ্র দাস ও হারুনুর রশীদ নামের দুই কনেস্টবলকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img