শনিবার | ২৫ অক্টোবর | ২০২৫

জাতিসংঘে কর্মরত ইসরাইলের ৭ গোয়েন্দাকে আটক করল হুথি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়ামেনের রাজধানী সানায় জাতিসংঘের বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে হুথি যোদ্ধারা।

শুক্রবার (২৪ অক্টোবর) হুথিদের একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানায়।

চলতি সপ্তাহের শুরুতে আমেরিকা ও ইসরাইলের পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ জন বিদেশিসহ ২০ জন জাতিসংঘের কর্মীকে আটক রাখার পর ছেড়ে দেওয়া হয়েছিল।

সানার নিরাপত্তা সূত্র শুক্রবার এএফপিকে জানায়, ‘ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত রাত থেকে আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত সাত জন জাতিসংঘ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরেকটি হুথি সূত্র জাতিসংঘের কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে, তবে কতজন তা নির্দিষ্ট করেনি। এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

অন্যদিকে গাজ্জা গণহত্যায় ইসরাইলের প্রধান সহযোগী আমেরিকা ও সৌদি আরব সমর্থিত সরকার হুথিদের বিরোধিতা করেছে এবং নতুন গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। তারা এগুলোকে ‘উত্তেজনা বৃদ্ধির একটি রূপ’ হিসেবে দাবি করেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img