রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

নভেম্বরেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে হবে : নুরুল ইসলাম বুলবুল

নভেম্বর মাসের মধ্যে গণভোট দিয়ে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা বারবার বলে এসেছি জুলাই সনদের সাংবিধানিক এবং আইনি ভিত্তি দিতে হবে। এ জন্যই জুলাই সনদের মধ্যে জুলাই আন্দোলনের স্বীকৃতি এবং জুলাই আন্দোলনে যারা স্টেক হোল্ডার তাদেরকে সংযুক্ত করা হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর দাখিল মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতের যুববিভাগের আয়োজনে নির্বাচনী যুব সমাবেশে তিনি এ দাবি জানান।

নুরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কার, সংবিধান সংস্কার থাকবে এবং এই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে। তাই আমরা দাবি জানাচ্ছি নভেম্বর মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ও জুলাইয়ের আইনি ভিত্তি ও সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য গণভোট করতে হবে নভেম্বর মাসের মধ্যেই, এটা আমরা দাবি জানিয়ে আসছি। যদি আইনগত ভিত্তি ও সাংবিধানিক ভিত্তি না দেওয়া হয়, তাহলে আবার যদি যেনতেনভাবে নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন আমাদেরকে আরেকটা কায়দায় আরেকটি ফ্যাসিবাদের যুগে নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই।

নুরুল ইসলাম বুলবুল বলেন, এখন এই দেশের জনগণের বক্তব্য হচ্ছে, সব দল দেখা শেষ, এবার তারা জামায়াত ইসলামীকে দেখতে চায়। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দেখেছে জনগণ। এবার জনগণ জামায়াতে ইসলামীকে দেখতে চায়। এইবার জনগণ দাঁড়িপাল্লার বিজয় চায়। এটিই হচ্ছে জনগনের প্রত্যাশার জায়গা। তারা এইও বলছে সব দেখেছি বারবার, জামায়াত ইসলামীকে দেখবো এইবার।

যুব সমাবেশে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলীম প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img