রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

ই’সকনের কার্যক্রম দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে : মাওলানা ইসলামাবাদী

বাংলাদেশে ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) কার্যক্রম নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেন, ইসকনের কিছু কার্যক্রম বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, বাংলাদেশে নিবন্ধন বা সরকারি অনুমোদন ছাড়াই ইসকন নানা স্থানে স্থাপনা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে, যা তদন্তের দাবি রাখে।

তিনি আরও করেন, অতীতে কিছু আলোচিত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ইসকনের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছিল, যা গণমাধ্যমেও প্রকাশিত হয়। এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img