মঙ্গলবার | ২৫ নভেম্বর | ২০২৫

কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে; আশা ফখরুলের

কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য নির্বাচন সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছে। এতে নির্বাচনকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।”

তিনি বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে। কোনো অবস্থাতেই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি নেই এবং এমন আশঙ্কাও দেখি না।”

চট্টগ্রাম বন্দরে হ্যাডলিঙ্ক দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, “চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিঙ্ক দেওয়া হয়েছে। তারা ভালো মনে করে দিয়েছে। এটা আমরা দেখব।”

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img