মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর | ২০২৫

দেশে ফিরেছেন পাকিস্তানের কারাগারে বন্দি থাকা বাংলাদেশিরা

পাকিস্তানের করাচির ল্যান্ডি জেলখানায় দেড় বছর বন্দি থাকার পর দেশে ফিরেছেন আট বাংলাদেশি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এরই মধ্যে তারা সবাই গ্রামের বাড়িতে পৌঁছে গেছেন। দেশে ফেরা বাংলাদেশিদের স্বজনরা এ তথ্য জানিয়েছেন। তাদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ওমান ও পাকিস্তান সীমান্তবর্তী সাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ায় পাকিস্তান কোস্টগার্ড তাদের আটক করে। আটক বাংলাদেশি নাগরিক ওমানে বৈধ শ্রম ভিসা নিয়ে অবস্থান করছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে এক বছর আগে তাদের মুক্তিতে বাধা নেই বলে পাকিস্তানের আদালত রায় দিলেও তাদের মুক্তি মেলেনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় তারা বৃহস্পতিবার দেশে ফিরেন।

তারা হলেন, নবীর উদ্দিন, ইউসুফ উদ্দিন, মো. শাহরাজ, আবুল কাশেম, মো. সাহেদ, মো. খান সাব, মো. শরিফ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img