বৃহস্পতিবার | ১৩ নভেম্বর | ২০২৫

তেজগাঁওয়ে ট্রেনে অ|গুন; ২ জন আটক

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে রেল পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, তেজগাঁও রেলস্টেশনের চার নম্বর লাইনের পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এতে দুটি সিট পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img