শনিবার, মে ১০, ২০২৫

ধর্ম যার হবে, উৎসবও তারই হবে : ইসলামী আন্দোলন

spot_imgspot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইসলাম পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ ধর্ম। ইসলামে জবরদস্তির সুযোগ নেই। কিন্তু ইদানিং সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজনকে বলতে দেখা যায় যে, ধর্ম যার যার, উৎসব সবার- এ ধরণের বক্তব্য ইসলাম কখনো সমর্থণ করে না। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈমান বিধ্বংসের কারণ। কেননা ধর্ম যার, উৎসবও তার। কাজেই এধরণের বক্তব্য থেকে বিরত থাকতে হবে। একটি মহল এ ধরণের ঈমান বিধ্বংস বক্তব্য দিয়ে জাতিকে ঈমানহারা করার পাঁয়তারা করছে। ইসলাম সকল ধর্মের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল। এর অর্থ এই নয় যে, সব ধর্ম তালগুল পাকিয়ে ফেলতে হবে। কাজেই ধর্ম যার হবে, উৎসবও তারই হবে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউনুছ আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, অন্য ধর্মের লোকজনকে খুশি করতে কোনভাবেই ঈমান বিধ্বংসী কথা বলা যাবে না। ইসলামে যেমন ধর্মপালনে জোর-জবরদস্তি পছন্দ করে না, সমর্থণ করে না, তেমনি অন্যধর্মের গুণকীর্তন করতে গিয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধাচারণ হয় এমন কথাও বলা যাবে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img