পাকিস্তানে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা কমাতে বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে (পিটিআই) আলোচনার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর আগে বিরোধী জোট পিটিআইয়ের একটি অংশ তেহরিক তাহাফুজ আয়েনে-পাকিস্তান (টিটিএপি) সংলাপের দরজা খোলা আছে বলে ঘোষণা দেয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় শাহবাজ শরিফ এ প্রস্তাব দেন।
তিনি বলেন, পিটিআই যদি আলোচনার ব্যাপারে আন্তরিক হয়, তাহলে সরকারও সমানভাবে প্রস্তুত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আলোচনা কেবল তখনই এগোতে পারে, যদি বিরোধী দল ‘বৈধ বিষয়গুলোর’ ওপর মনোনিবেশ করে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সব দলের মধ্যে রাজনৈতিক সম্প্রীতি অপরিহার্য বলে জোর দেন তিনি।
তবে আলোচনার প্রক্রিয়া শুরু করতে এখন পর্যন্ত কোনো পক্ষই সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাস এবং তার দলীয় নেতাদের সমালোচনামূলক মন্তব্য আলোচনার বিষয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে।











