আমেরিকার গুয়ান্তানামো বে কারাগারে থাকা সর্বশেষ আফগান বন্দি মুহাম্মাদ রহিমকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। বিনিময়ে দুইজন আমেরিকান বন্দিকে মুক্তি দেবে আফগানিস্তান।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আফগান মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন,
জবিহুল্লাহ মুজাহিদ নিউজমিডিয়াকে বলেন, “আমরা চাই এই দুইজন আমেরিকান বন্দিকে মুক্তি দেওয়া হোক, এবং একই সঙ্গে আমাদের বন্দি মুহাম্মাদ রহিমের ভবিষ্যত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। আমাদের বন্দিকে মুক্তি দেওয়া উচিত।”
আমেরিকা ও আফগানিস্তানের মধ্যে আলোচনার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, কাবুল এবং ওয়াশিংটন-এর মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনা এখন স্থবির অবস্থায় রয়েছে।
একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আফগানিস্তানের বারবার অনুরোধের পরও, মুহাম্মাদ রহিম কোনো ভবিষ্যতের দ্বিপক্ষীয় চুক্তির অংশ হবেন না।
রাজনৈতিক বিশ্লেষক ফারিদুল্লাহ জাজাই বলেন, “যদি মার্কিন যুক্তরাষ্ট্র কাবুলের অনুরোধ গ্রহণ করে, তবে এটি বিশ্বের কাছে বার্তা পাঠাবে যে যুদ্ধের ফলাফল শেষ হয়েছে। আরেকটি অর্থ হলো, কাবুল চাইছে প্রযুক্তিগত সম্পর্ককে রাজনৈতিক সম্পর্ক হিসেবে রূপান্তরিত করতে।”
মুহাম্মাদ রহিম ২০০৮ সাল থেকে গুয়ান্তানামো বে-তে বন্দি আছেন। রিপোর্ট অনুযায়ী, তিনি মার্কিন কারাগারে থাকা শেষ আফগান বন্দি। যদিও ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকে তার মুক্তির সম্ভাব্য খবর এসেছে, বিষয়টি এখনও চূড়ান্তভাবে সমাধান হয়নি।
সূত্র: তোলো নিউজ











