বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ডেনমার্কে কুরআন ও পতাকা পুড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানালো তুরস্ক

ডেনমার্কে কুরআন ও তুরস্কের জাতীয় পতাকা পুড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

শনিবার (২৫ মার্চ) ডেনমার্কের নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলায় হয়, ডেনমার্কে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন ও জাতীয় পতাকার উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমরা তীব্র থেকে তীব্রতর নিন্দা জ্ঞাপন করছি।

তাছাড়া প্রতিবাদ ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া স্বরূপ মতপ্রকাশের স্বাধীনতার নামে বিদ্বেষমূলক জঘন্য কর্মকাণ্ড চর্চাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করে আঙ্কারা।

জানা যায়, শুক্রবার (২৪ মার্চ) ‘প্যাট্রিওটারনে গার লাইভ’ বা ‘প্যাট্রিওট লাইভ ’ নামক ডেনমার্কের কট্টর ইসলাম বিদ্বেষীদের একটি রাজনৈতিক সংগঠন কোপেনহেগেনে তুরস্কের দূতাবাসের সামনে বিদ্বেষ বশত পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন ও তুরস্কের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং তাদের ফেসবুক পেজে তা সরাসরি সম্প্রচার করতে থাকে।

এসময় বিদ্বেষমূলক লেখা সম্বলিত ব্যানার উঁচিয়ে ধরে তাদেরকে ইসলাম বিরোধী বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

সূত্র: টিআরটি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ