বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আবারো পুতিনকে যুদ্ধ থামাতে বললেন এরদোগান

২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের ফলে ৮.৮ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় তাদের দেশ ছাড়ে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করেছে। এছাড়াও বিশ্বব্যাপী দেখা দিয়েছে খাদ্য সংকট।

এ সংকট উত্তরণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারো যুদ্ধ বন্ধ করার জন্য আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। পুতিনের সাথে এক ফোনালাপে এ আহবান জানান এরদোগান।

শনিবার (২৫ মার্চ) তুরস্কের যোগাযোগ অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চায় তুরস্ক।

এছাড়াও এরদোগান এ ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তিটির মেয়াদ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়েও আলোচনা করেছেন দুই নেতা।

উল্লেখ্য; গত বছরের ২২ জুলাই ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া ও ইউক্রেন। ইতিমধ্যে কয়েক দফায় এ চুক্তিটির মেয়াদ বাড়ানো হয়েছে যার মধ্যস্থতা করেছে তুরস্ক। সর্বশেষ গত ১৮ মার্চ এ চুক্তিটির মেয়াদ ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ