রবিবার, মার্চ ৩০, ২০২৫

গাজ্জায় ২৪ ঘন্টায় আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জা উপত্যকায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রষ্ট্র ইসরাইল। এ নিয়ে গত দেড় বছরে ৫০,১৮৩ জন ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল।

বুধবার (২৬ মার্চ) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরাইলের বর্বর হামলায় ৩৯ জন নিহতের পাশাপাশি ১২৪ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে আহতের মোট সংখ্যা ১,১৩,৮২৮-এ দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এছাড়াও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছে না।

গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজ্জায় হামলা চালিয়ে এখন পর্যন্ত ৮৩০ হত্যা করেছে ইসরাইল। নতুন করে আহত হয়েছে আরও ১,৮০০ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img