মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করল ভারত

করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের সংকট দেখা দেওয়ার ফলে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই ভারত বাংলাদেশে চিকিৎসার কাজে ব্যবহৃত জরুরি অক্সিজেনের রফতানি বন্ধ করে দিয়েছে। ফলে গত চারদিন বেনাপোল বন্দরে অক্সিজেনবাহী কোন গাড়ি প্রবেশ করেনি।

কাস্টমস সূত্রে জানা যায়, দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদার বড় জোগানদাতা দেশ ভারত। দেশে চাহিদার বেশিরভাগ অক্সিজেন দীর্ঘদিন ভারত থেকেই আমদানি হয়ে থাকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই আমদানি করা হয় প্রায় ৩০ হাজার মেট্রিক টন। করোনাকালীন সময়ে অক্সিজেনের ব্যাপক চাহিদা থাকায় আমদানির পরিমাণও বেড়েছে।

এদিকে অক্সিজেন নিতে ঢাকা থেকে লিনডে এবং স্পেক্ট্রার খালি গাড়ি দাঁড়িয়ে আছে বন্দরের টিটি শেডে।
ভারতীয় রফতানিকারকদের উদ্ধৃতি দিয়ে সিএন্ডএফ এজেন্ট জানিয়েছেন, বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধে তাদের চাপ রয়েছে। দেশে অক্সিজেন সংকটেরর কথা ভেবে বাংলাদেশে অক্সিজেন রফতানি সাময়িক বন্ধ রাখা হয়েছে।

হঠাৎ করে দেশে অক্সিজেন আমদানি বন্ধের কারণে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি দেশে চিকিৎসা খাতও বড় ধরনের সংকটের মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img