সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তুরস্কের সুপারসনিক যুদ্ধ বিমান ‘হুরজেট’ সফলভাবে আকাশে উড্ডয়ন সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একটি ইঞ্জিন দ্বারা পরিচালিত এই বিমানটি আধুনিক পাইলটদের প্রশিক্ষণ প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) এরদোগান এক টুইটার বার্তায় এ বিষয়টি জানান।
তিনি বলেন, “আমাদের নিজেদের তৈরি সুপারসনিক জেট বিমান ‘হুরজেট’ তার প্রথম ফ্লাইট সফলভাবে সম্পাদন করেছে।”
বিমানটির ডিজাইন ও উৎপাদন করছে দেশটির বিমান নির্মাতা প্রতিষ্ঠান ‘টার্কিশ এয়ার স্পেস ইন্ডাস্ট্রিজ।’ ২০১৭ সালে কোম্পানিটি এটির নির্মাণ কাজ শুরু করে। শুরুতে বিমানটিতে আমেরিকা অথবা বৃটেনের তৈরি ইঞ্জিন ব্যবহারের কথা থাকলেও পরবর্তীতে তা বাদ দেওয়া হয়।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











