ইসলামবিরোধী নারী সংস্কার নীতি জনগণ মেনে নিবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলাম নারীদের পূর্ন নিরাপত্তা ও স্বাধীনতা দিয়েছে। ইসলামের ছায়াতলে নারীরা পরিপূর্ণ নিরাপদ। আধুনিকতার নামে ইসলামী আদর্শ ছেড়ে মানুষের তৈরি মতবাদে জড়িয়ে নারী সমাজ অধিকার হারিয়েছে, নিরাপত্তা হারিয়েছে। নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইসলামী আদর্শ অনুসরণ করতে হবে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে হাজারীবাগ উত্তর থানা জামায়াতে ইসলামী আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তবর্তী সরকার কর্তৃক গঠিত নারী কমিশনের সংস্কার সুপারিশে নারীদের মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, কথিত ঐ কমিশন সরাসরি ইসলামী আদর্শের বিপক্ষের সুপারিশ করেছে। এই সুপারিশ বাস্তবায়ন করা হলে নারী সমাজ অধিকার হারাবে, নিরাপত্তা হারাবে, মর্যাদা হারাবে। তাই নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল করে ইসলামী আদর্শ অনুসরণ করতে হবে।
হাজারীবাগ উত্তর থানা আমীর মো. মাহফুজ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. শহিদুল ইসলাম সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার, ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান, ধানমন্ডি জোনের সহকারী পরিচালক মো. শেখ শরিফ উদ্দিন আহমেদ প্রমুখ।