শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

অস্ত্র ত্যাগ নয়; গাজ্জায় ৫ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে পাঁচ বছরের যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বিনিময়ে তারা সমস্ত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত।

নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে হামাসের এক কর্মকর্তা জানান, পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য হামাস একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। যার মাধ্যমে তারা গাজ্জার যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চান।

শনিবার (২৬ এপ্রিল) মিসরের রাজধানী কায়রোতে হামাসের একটি প্রতিনিধি দল গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বন্ধে আলোচনা করতে যাচ্ছে। সেখানে মধ্যস্থতাকারীদের নিজেদের প্রস্তাবের কথা জানাবে তারা।

ইসরাইলের দাবি ছিল হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজ্জার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। কিন্তু ইসরাইলের এমন দাবিকে পত্যাহার করে হামাস স্পষ্ট ঘোষণা দিয়েছিল যে, অস্ত্র সমর্পণ নিয়ে আলোচনার কোন সুযোগ নেই। যতদিন দখলদারিত্ব আছে ততদিন এই অস্ত্র আমাদের হাতে থাকবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img