বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

মোসাদের সাথে শীর্ষ লেফটেন্যান্ট জেনারেলের গোপন যোগাযোগে অসন্তুষ্ট সুদান সরকার

ইনসাফ | নাহিয়ান হাসান

ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সুদানীয় লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মাদ হামদান দাগালো হামেদির গোপন যোগসাজশের বিষয়ে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদোক এবং সুদান গভর্নিং কাউন্সিলের প্রধান আব্দুল ফাতাহ আল বুরহান।

গত বছর ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে দেশটির বৈধ বেসামরিক কর্তৃপক্ষের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সম্পাদনের পরেও বিশ্বব্যাপী বিশৃঙ্খলায় ইন্ধনদাতা মোসাদের সাথে জেনারেল হামেদির গোপন যোগসাজশকে বৈধ কর্তৃপক্ষের বিরুদ্ধাচারণ হিসেবে বিবেচনা করছেন তারা।

জানা যায়, গত সপ্তাহে সুদানের খারতুম বিমানবন্দরে হঠাত একটি ইসরাইলী প্রাইভেট জেট-বিমান অবতরণ করে। বিমানে থাকা লোকজন বন্দরের বোর্ডে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মাদ হামদান দাগালো হামেদির সাথে সাক্ষাৎ করে।

আমেরিকান নিউজ ওয়েবসাইট অ্যাকজিওস গত সপ্তাহে এবিষয়ে একটি খবর প্রকাশ করে। খবরে জানা যায়, আচমকা সুদানের খারতুম বিমানবন্দরে অবতরণ করা ইসরাইলী প্রাইভেট জেটটি ছিলো মোসাদের এবং হামেদির সাথে যারা সাক্ষাৎ করেছিলেন তাদের সকলেই ছিলেন সংস্থাটির গোয়েন্দা কর্মকর্তা।

এই ঘটনার পর ক্রান্তিকালীন সুদানের শাসনভার বহন করা বেসামরিক কর্তৃপক্ষের অন্যান্য নেতাদেরও টনক নড়ে এবং তাদের সকলেই উৎকন্ঠিত হয়ে পড়েন বলে জানা যায়।

বুরহান-হামদোকের নেতৃত্বাধীন বেসামরিক কর্তৃপক্ষের তৎপরতায় ইসরাইলের সাথে সুদানের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া শুরুর পর থেকেই তাদেরকে এড়িয়ে জেনারেল হামেদি, ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির সাথে স্বতন্ত্র ভাবে যোগাযোগের পথ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। যা হবে সম্পূর্ণ তার নেতৃত্বে।

তাছাড়া ২০২০ সালের আগস্টে ইহুদিবাদী ইসরাইলের মিডিয়াগুলো রিপোর্ট করেছিলো যে, সুদান গভর্নিং কাউন্সিল প্রধান বুরহানের আপত্তি সত্ত্বেও জেনারেল হামেদি মোসাদের সাথে সাক্ষাৎ করেছে এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে!

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ