গরুর গোশত বহনের অভিযোগ এনে আফফান আব্দুল মাজিদ আনসারী ও নাসির গোলাম হুসাইন কুরাইশী নামের ২ মুসলিম যুবকের উপর হামলা চালিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আরএসএস, বজরং দল ও গো-রক্ষা কমিটির কিছু সদস্য।
সোমবার (২৬ জুন) মহারাষ্ট্রের নাশিক নামক এলাকায় সন্ত্রাসীরা এই নৃশংস হামলার ঘটনা ঘটায়।
গরুর গোশত বহনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আফফান আব্দুল মাজিদ আনসারীকে পিটাতে পিটাতে মেরে ফেলে। আর তার বন্ধু নাসির গোলাম হুসাইন কুরাইশীকেও গুরুতরভাবে আহত করে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আনসারী ও কুরাইশী দুই বন্ধু গাড়ি চালিয়ে যাওয়ার সময় ২৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের পথ আটকে দাঁড়ায়। তারা নিজেদেরকে জাতীয় গো-রক্ষা কমিটির লোক বলে পরিচয় দেয় এবং গো-মাংস বহনের সন্দেহে নৃশংসভাবে তাদের পিটাতে থাকে। গাড়ির ভেতর হাত বেঁধে টানা ৩ ঘন্টা তাদেরকে নির্মমভাবে পিটানো হয়।
আনসারীর চাচা মুহাম্মাদ আসগর মিয়া সংবাদমাধ্যমকে জানান, গাড়ির ভেতর হাত বেঁধে লাগাতার ৩ ঘন্টার নৃশংস হামলায় নির্মমভাবে মৃত্যু হয় আনসারীর। স্থানীয় প্রশাসন পুরো গাড়ির তল্লাশি নিয়েছে। সেখানে গো-মাংসের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
নাসিকের ডেপুটি এসপি সুনীল ভামরে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা আফফানের গাড়ি ভাঙ্গা এবং চুরমার অবস্থায় দেখতে পান। এসময় ভেতরে আনসারী ও কুরাইশী উভয়কেই আশঙ্কাজনক অবস্থায় নিথর পড়ে থাকতে দেখেন তারা। চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেদম মারধরের কারণে আনসারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হওয়া আনসারীর বন্ধু কুরাইশীকে বাঁচাতে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।
আহত কুরাইশীর অভিযোগের ভিত্তিতে আমরা হত্যা, হত্যাচেষ্টা ও সাম্প্রদায়িক দাঙ্গার মামলা দায়ের করেছি। এতে অজ্ঞাত ১৫জনকে আসামী বানানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: মুসলিম মিরর











