বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ভারতে পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে নৌ সদর দপ্তরের ক্লার্ক গ্রেফতার

পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে নৌ-বাহিনীর সদর দপ্তরের এক ক্লার্ককে গ্রেফতার করেছে ভারত।

বৃহস্পতিবার (২৬ জুন) মুসলিম মিররের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা দিল্লির নৌ-সদর দপ্তরের নেভি ক্লার্ক বিশাল যাদবকে গ্রেফতার করেছে।

রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা জানায়, নেভি ক্লার্ক বিশাল যাদব হরিয়ানার বাসিন্দা ছিলেন। টাকার বিনিময়ে সদর দপ্তরের সংবেদনশীল তথ্য আইএসআইয়ের হাতে তুলে দিতেন। ‘প্রিয়া শর্মা’ ছদ্মনাম ব্যবহার করা এক পাকিস্তানির সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ দেওয়া হতো।

তিনি অনলাইন গেমেও আসক্ত ছিলেন বলে জানা যায়। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হলে পরবর্তীতে গুপ্তচরবৃত্তিতে জড়িয়ে পড়েন।

দীর্ঘ তদন্তের পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী করে গোয়েন্দারা। আরো দাবী করে যে, তিনি অপারেশন সিন্দুর চলাকালীনও সংবেদনশীল তথ্য পাঠিয়ে যাচ্ছিলেন। তার মোবাইলে এর প্রমাণ পাওয়া গিয়েছে।

রাজস্থান সিআইডির এক সিনিয়র কর্মকর্তা জানান, বিশাল যাদব এক পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখতেন। তার সাথে ভারতীয় নৌবাহিনী ও প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ভাগাভাগি করতেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, নৌ-সদর দপ্তরের নেভি ক্লার্ক বিশাল যাদবকে বর্তমানে জয়পুরের কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে জেরা করা হচ্ছে। তার সাথে আর কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img