টানা সাড়ে চার মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য আগামীকাল শুক্রবার (২৭ আগস্ট) থেকে খুলে দেওয়া হচ্ছে রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা।
বিষয়টি জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতীফ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়া হবে। রবিবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। তবে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রবিবারও চিড়িয়াখানা খোলা থাকবে।
তিনি আরও বলেন, চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশকিছু নির্দেশনা মেনে চলতে হবে। দর্শনার্থীদের চিড়িয়াখানা চত্বরে জটলা করা যাবে না। দর্শনার্থীদের প্রবেশের গেটে তিন ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সবাইকে মাস্ক পরে প্রবেশ করে ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে হবে।